10 ב ·תרגם

🌟 মাঝেমধ্যে আমি আকাশের দিকে হা হয়ে তাকিয়ে থাকি। একদম মিথ্যে নয়, সত্যি বলছি। আকাশ নয় তোমাকে দেখি। আকাশে দেখি তোমার দু’চোখ, তোমার দু’ঠোঁটের হাসি সত্যিই প্রিয়তমা, তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি।🌟 এখন তুমি ঘুমাও প্রিয়া, স্বপ্নে চুমু দিও আমার মনের গভীর প্রেমের ছোঁয়াটুকু নিও।৭ ঘটা করে কেড়ে নিলে মনটা কি পেয়েছো বলো তোমার জন্য ভালোবাসা এই তো শুধু ছিলো।