🌟 রাতের আকাশে খোদা দিয়েছে লক্ষ কোটি তারা আমার প্রেমে ওগো প্রিয়তমা, দেবে কি তুমি সাড়া।🌟 মাঝেমধ্যে আমি আকাশের দিকে হা হয়ে তাকিয়ে থাকি। একদম মিথ্যে নয়, সত্যি বলছি। আকাশ নয় তোমাকে দেখি। আকাশে দেখি তোমার দু’চোখ, তোমার দু’ঠোঁটের হাসি সত্যিই প্রিয়তমা, তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি।🌟 কখন থেকে ভাবছি বসে আসবে তোমার ফোন বুঝতে যদি তোমার জন্য কেমন করে মন।
samiha38
Deletar comentário
Deletar comentário ?