বুঝিয়ে বলা কঠিন তাই চুপ থাকি,
জীবনে এমন অনেক সময় আসে, যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে, হয়তো এমন কিছু অনুভূতি
এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না..! কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানো
জন্য যতই চেষ্টা করা হোক, শুনতে পাওয়া মানুষটি হয়তো কখনই বুঝবে না?
তখন আমরা চুপ করে থাকি, একদম চুপ হয়ে যাই💔🥀😔
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری