❏ ভালোবাসা মানে তুমি কতবার “ভালোবাসি’’ বলতে পারো তা নয়, ভালোবাসা হলো তুমি কতবার “তোমাকে ভালোবাসি’’ কথাটি প্রমান করতে পারো।❏ যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালবাসাও হারিয়ে যায়! কিন্তু যে ভালোবাসা কোন কিছুর উপর নির্ভর করেনা, সেটাই চির জীবনের জন্য থেকে যায়। এটাকেই হয়ত বলে ”স্বার্থহীন ভালবাসা”
Respect!
Kommentar
Delen