❏ ভালোবাসা মানে তুমি কতবার “ভালোবাসি’’ বলতে পারো তা নয়, ভালোবাসা হলো তুমি কতবার “তোমাকে ভালোবাসি’’ কথাটি প্রমান করতে পারো।❏ জানি না ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কিনা? তবে আমি কোন নিয়মে তোমাকে ভালবেসেছি তাও জানিনা, শুধু এই টুকু জানি, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি।❏ আমার ভালোবাসা সেদিন সার্থক হবে, যে দিন ভালোবাসার মানুষটি এক ফোটা চোখের জল ফেলে বলবে, আমি শুধু তোমাকেই ভালোবাসি।
Мне нравится
Комментарий
Перепост