10 میں ·ترجمہ کریں۔

❏ গোপনে বেসেছি ভাল প্রকাশ করিনি বলব বলব বলেও কোন দিন বলতে পারিনি।মনে শুধু প্রশ্ন জাগে তুমি ও কি আমাই বাসভাল? মনে আবার ভয়ই জাগে কি জানি কি ভাবে চেষ্টা অনেক করি,তবুও বলতে পারিনা মনের কথা, সে কথাই যদি তুমি পাও একটু ব্যথা। এই না বলা কথাটি শুধু কষ্ট দিচ্ছে আমায়। আড়াল থেকে ভালবেসে যাচ্ছি শুধু তোমায়।❏ কেউ যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে, তবে তার মুখ থেকে ভালবাসার কথা শুনার আগেই তুমি বুঝতে পারবে। কারণ তার ব্যবহারেই তা বুঝা যাবে।❏ তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই। ভালবাসি শুধু তোমায় আমি, জনম জনম ভালবাসতে চাই। জানাতে চাই- তোমায় আমিএ হৃদয়ে রয়েছ তুমি। তোমায় নিয়ে সারাক্ষণ, স্বপ্নের জাল বুনে যাই। ভালবাসি শুধু তোমায় আমি, জনম জনম ভালবাসতে চাই। জানতে চাই- আমি তোমার কাছেতোমার কী প্রিয় হৃদয় আছে? পারো না কেন?❏ মানুষের মাঝে আছে মন, মনের মাঝে প্রেম, প্রেমের মাঝে জীবন, জীবনের মাঝে আশা, আশার মাঝে ভালবাসা, আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি!!!