10 ث ·ترجم

আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে অবহেলার মুখোমুখি হই পরিবারে, বন্ধুত্বে, ভালোবাসায় কিংবা সমাজে। কখনো আমরা নিজেই অবহেলিত হই, আবার কখনো না জেনে-না বুঝে কাউকে অবহেলা করে ফেলি। অথচ একটু মনোযোগ, একটু যত্নই হয়তো বদলে দিতে পারত সেই মানুষটির অনুভূতি, জীবন, এমনকি ভবিষ্যতও।