10 w ·Vertalen

❏ কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা। কারন এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না।❏ আমি তাকেই ভালবাসি, যে আমাকে বিশ্বাস করে। আমি তাকেই বিশ্বাস করি, যে আমাকে বুঝে।