বুদ্ধিমান কাক”
একটা ছোট জঙ্গলে এক কাক ছিল, খুবই বুদ্ধিমান আর চালাক। এক গরম দুপুরে সে একটি বড় পাত্রের কাছে এসে দেখল, পাত্রের মধ্যে পানির মাত্রা খুবই কম। পাখি জলের জন্য প্রচণ্ড তৃষ্ণার্ত, কিন্তু সে হাত দিয়ে পানি পৌঁছাতে পারছে না।
কাক চিন্তায় পড়ল, “আমি কী করব? পানি শেষ হয়ে যাবে!”
তখন তার মাথায় একটা বুদ্ধি এল। সে চারপাশ থেকে ছোট ছোট পাথরগুলো সংগ্রহ করতে লাগল আর একে একে পাত্রের মধ্যে ফেলে দিতে লাগল। পাথরগুলো পড়ার সঙ্গে সঙ্গে পানির স্তর একটু একটু করে উপরে উঠতে লাগল।
শেষে পানি এমন পর্যায়ে উঠে এল, যে কাক সহজেই পানির সঙ্গে তার ঠোঁট লাগাতে পারল আর পিয়েছিল তৃষ্ণা মেটাল।
#sifat10
Kao
Komentar
Udio
Tajrin Nesa
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?