“দুঃসাহসিক বানর আর হাতির বন্ধুত্ব”
এক জঙ্গলে এক দুঃসাহসিক বানর আর এক শক্তিশালী হাতি ছিল। একদিন বড় বন্যা এল, নদী এতটাই বেড়ে গেল যে অনেক প্রাণী তাদের বাসা ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হলো।
বানরটা দেখল, হাতি নদীর অন্য পাড়ে আটকা পড়েছে। বানর ভাবল, “যদি আমি সাহায্য না করি, তখন ওটি বিপদে পড়বে।”
বানর দ্রুত ঝাঁপিয়ে পড়ল নদীর ওপর ঝুলে থাকা ডালের ওপর আর হাতিকে সাহায্য করতে গেল। হাতিও বানরের সাহস দেখে খুব খুশি হল।
দুজন মিলে একসাথে বন্যার হাত থেকে নিরাপদ স্থানে চলে গেল। সেই থেকে তারা গভীর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হল।
এই গল্প শেখায়— সাহস আর বন্ধুত্ব মিললে বড় বিপদও কাটিয়ে ওঠা যায়।
#sifat10
Aimer
Commentaire
Partagez