“একমুঠো ভালোবাসা , একমুঠো সুখ, যেন খুজে পাই, দেখে তোমার মুখ। তুমি ওগো চাঁদনী আমার জোসনা রাতের ফুল, তোমায় আমি দেখবো বলে, হয়ে আছি বেকুল, মিস উ।”“আমাদের মধ্যে হাজার হাজার জিনিস .. লো ব্যাটারি, ব্যস্ত নেটওয়ার্ক, কোনও কভারেজ নেই, সময় নেই, কাজ আছে, কিন্তু তবুও মোবাইল যখন বীপ দেয় তখন আমি মনে করি এটি প্রিয় তুমি।””পুরো পৃথিবীকে ব্রেকআপ দিবো। শুধু একবার বল, ভালোবাসিস আমায়? প্লীজ বল পাগলী “”আমার নামটি শুধু তোমার মনের খাতায় লিখে রাখ, আমায় মনে পরবে তোমার কাছে দূরে যেখানেই থাক”
Gefällt mir
Kommentar
Teilen