13 ш ·перевести

রাত দশটা বেজে গেছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আবির, একটা পুরনো ব্যাগ কাঁধে। স্টেশনটা এখন প্রায় ফাঁকা। দূরে কোথাও কুকুর ডেকে উঠল, বাতাসে ছড়িয়ে পড়ল পুরনো চায়ের গন্ধ।
আবির আজ শহর ছাড়বে। ফিরে যাবে সেই মফস্বলে, যেখানে তার শৈশব, বাবা-মা আর ফেলে আসা একটা জীবন অপেক্ষা করে আছে। এত বছর পর ফিরে যাওয়া সহজ নয়, কিন্তু শহরের কোলাহলে আজ আর সে শান্তি খুঁজে পায় না।
হঠাৎ করেই তার মনে পড়ে গেল স্কুলের দিনগুলো, বন্ধুদের হাসি, মায়ের হাতের ভাত, আর বাবার গল্পের রাত। এসব ভাবতেই চোখে জল চলে আসে।
ঘড়িতে সময় দেখে আবির। শেষ ট্রেনটা আসবে ঠিক দশটা পঁচিশে। মনে মনে ভাবে, সময় মতো যদি না আসে, তাহলে হয়তো শহরটা তাকে শেষবারের মতো আটকে রাখবে।
ট্রেনের আলো দূর থেকে দেখা যাচ্ছে। বুক ধকধক করতে থাকে আবিরের। সব ছেড়ে নতুন করে শুরু করার সাহস খুব কম লোকের থাকে। আজ সে সেই একজনে পরিণত হলো।

1 час ·перевести

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 час ·перевести

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 час ·перевести

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 час ·перевести

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
2 часы ·перевести

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image