10 ш ·перевести

জীবনের রং বড় বিচিত্র, কখনো লাল কখনো নীল। কখনো মুক্ত পাখির মতো। কখনো আবার চুপসে যাওয়া ফুলের মতো। হারিয়ে যায় কত চেনা মুখ। থেকে যায় সুধু অনাবিল সূখ।একদম নিখুঁত মানুষখুঁজতে যেও না ,বিধাতা মানুষের ভিতরকিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,তুমি ভালোবাসার কোনোমানুষই পাবে না..!!