বিধি তুমি সবই জানো, জানো মনের কথা, আজো তো পেলাম না আমার বাম পাজরের দেখা, যে আমায় ভালোবেসে পাশে থাকবে সারাটি ক্ষন, যে আমায় ভালোবেসে রাংগীয়ে দিবে আমার ভূবন, বলো না বিধি তার দেখা পেতে আর কতক্ষনস্বপ্ন দিয়ে আঁকি আমি, সুখের সীমানা । হৃদয় দিয়ে খুজি আমি, মনের ঠিকানা । ছায়ার মত থাকবো আমি, শুধু তার পাশে, যদি বলে সে আমায় সত্যি ভালবাসে॥মিষ্টি হেসে কথা বলেপাগল করে দিলে,তোমায় নিয়ে হারিয়ে যাবআকাশের নীলে,তোমার জন্য মনে আমারঅফুরন্ত আশা।সারা জীবন পেতে চাইতোমার ভালবাসা।
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری