একদম নিখুঁত মানুষখুঁজতে যেও না ,বিধাতা মানুষের ভিতরকিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,তুমি ভালোবাসার কোনোমানুষই পাবে না..!!চোখের আড়াল হতে পার মনের আড়াল নয়, মন যে আমার সব সময় তোমার কথা কয়, মনকে যদি প্রশ্ন কর তোমার আপন কে ? মন বলে এখন তোমার লেখা পড়ছে যে ! ! !মিষ্টি হেসে কথা বলেপাগল করে দিলে,তোমায় নিয়ে হারিয়ে যাবআকাশের নীলে,তোমার জন্য মনে আমারঅফুরন্ত আশা।সারা জীবন পেতে চাইতোমার ভালবাসা।
پسند
تبصرہ
بانٹیں