10 w ·Traduire

অন্ধকারের মেঘনা

মেঘনার ঘাট গ্রামের ছেলেমেয়েরা সন্ধ্যার পর এড়িয়ে চলত। বলা হতো, সেখানে পূর্ণিমার রাতে দেখা যায় এক তরুণীকে, একা নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে, কখনও বা ধীরে ধীরে নাচে জোছনার আলোয়। কেউ সাহস করে তাকালে, চোখের সামনে অন্ধকার নেমে আসে—আক্ষরিকভাবে। পরদিন সকালেই জানা যায়, সে চোখে দেখতে পায় না আর।

অনেকে বলত, বছর তিরিশ আগের এক ঘটনা এই অভিশাপের সূত্রপাত। মেঘনা নামে এক নববধূ তার বিয়ের রাতে খোলানো সিঁথিতে সেজে এসেছিল নদীর পাড়ে। কিন্তু বর আসে না। শুনতে পাওয়া গিয়েছিল, বর তাকে প্রতারণা করে অন্যত্র চলে গেছে। সেই অপমানে মেঘনা ঝাঁপ দিয়েছিল নদীতে, তার মৃতদেহ কখনও পাওয়া যায়নি।

তারপর থেকেই পূর্ণিমার রাতে কেউ ঘাটে গেলে শুনতে পেত—ঘুঙুরের শব্দ, ভেজা কাপড়ের গন্ধ, আর মৃদু কাঁপা কাঁপা কণ্ঠ—“সে কি এল?” কেউ কেউ বলত, মেঘনা ফিরে ফিরে দেখে, যদি বর একদিন এসে দাঁড়ায় সেই পাড়ে। কিন্তু যেই দেখে, সেও অন্ধকারে হারিয়ে যায়—যেন তার চোখেই চলে আসে সেই অসমাপ্ত অপেক্ষা।

একবার এক বিদেশফেরত যুবক মেঘনার গল্প শুনে সাহস করে পূর্ণিমার রাতে ঘাটে যায়। তার চোখেও অন্ধকার নামে, কিন্তু সে চিৎকার করে বলে—“তোমার বর আর আসবে না। ফিরে যাও, শান্তি খোঁজো।” সেই রাতে কেউ কোনও ছায়া দেখেনি। কেবল নদীর বুক থেকে উঠেছিল এক দীর্ঘ নিশ্বাসের মতো বাতাস।

গ্রামের লোকেরা বিশ্বাস করে, কেউ কেউ অভিশাপ ভাঙতে পারে—যদি সত্যি কথা বলে দেয় কেউ, যাকে ভয় নেই অন্ধকারের।

#sifat10