আবদুল্লাহ ইবনুল মুবারাক (রহ.) বলেন, “আমি এমন সময়টাতে মক্কায় আগমন করলাম যখন কিনা মক্কা অনাবৃষ্টিতে ভুগছিলো আর লোকেরা মাসজিদ আল-হারামে ইসতিসকা সালাত (বৃষ্টির জন্য দুয়া করে যে সালাত আদায় করা হয়) আদায় করছিলো। আমি বানি শাইবাহ’র প্রবেশপথের নিকটে থাকার সময় একজন কালো বর্ণের তরুণকে দেখতে পেলাম যার শরীরে ছিল দুই টুকরো বারল্যাপ (একটি পাতলা কাপড় যা সাধারণত ছালা তৈরিতে ব্যবহার করা হয়), যার এক টুকরো তার কোমরের চারপাশে মোড়ানো ছিল আর আরেক টুকরো তার কাধের উপর ছিলো। সে আমার কাছাকাছি একটা নির্জন স্থানে দাঁড়িয়ে ছিলো আর আমি তাকে বলতে শুনলাম – ‘হে আমার রব, মুখগুলো তাদের পাপসমূহ ও তাদের কাজগুলোর অমঙ্গলের কারনে ক্ষতিগ্রস্থ হল, আর আপনি সৃষ্টির শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের কাছ থেকে বৃষ্টিকে বিরত রাখলেন, হে সবরকারী, আপনি তো তিনিই যার ব্যাপারে তার গোলামেরা সুন্দর ব্যাপারগুলো ছাড়া আর কিছুই জানে না, আমি আপনার নিকট দুয়া করছি যে আপনি তাদেরকে বৃষ্টি দান করুন, এই মুহূর্তে, এই মুহূর্তে …..’ ”
ইবনুল মুবারাক (রহ.) বলেন, “তিনি বলতেই থাকলেন – ‘এই মুহূর্তে’ – যতক্ষণ না আকাশ মেঘে পরিপূর্ণ হয়ে গিয়ে প্রত্যেক দিক থেকেই বৃষ্টি বর্ষিত হতে থাকলো। এরপর তিনি তাসবিহ পাঠ করতে করতে তার স্থানেই বসে পড়লেন আর কাঁদা শুরু করলেন।
তিনি সেই স্থান থেকে সরে যাওয়ার পর থেকে আমি তাকে অনুসরণ করতে থাকলাম এটা জানার জন্য যে তিনি কোথায় বাস করেন। এরপর আমি ফুদাইল ইবন ‘ইয়াদ এর কাছে গেলে তিনি আমার কাছে জানতে চাইলেন, ‘আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন ?’ ”
MD Masud Rana
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?
Munna Khan
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?