সমুদ্রের ঢেউ যেমন কখনো শান্ত, কখনো অশান্ত, ঠিক তেমনই মানুষের মনও। কখনো গভীর ভালোবাসায় ভরে থাকে, আবার কখনো বয়ে যায় তীব্র ঝড়। কিন্তু শেষ পর্যন্ত, সমুদ্রের মতো মনও নিজেকে সামলে নেয়… নিজের নিয়মে।সমুদ্রের সামনে দাঁড়িয়ে আমি আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীকে দেখি। সমুদ্রে থাকা আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীও কি আমায় দেখে?এই বিশাল সমুদ্রের সামনে চুপ করে বসে থাকলে মনে হয়, আমার জীবনের সব সমস্যা সমাধান হয়ে গেছে। তাই যখনই মনে ভারি লাগে, এই সমুদ্রের বিশালতায় নিজেকে হারানোর জন্য নিয়ে আসি।

Beğen
Yorum Yap
Paylaş