12 i ·Översätt

ইসলামিক শিক্ষনীয় ছোট গল্প
ইসলামিক শিক্ষনীয় ছোটগল্প ।। দরিদ্র ব্যক্তির দান।।
একদা এক বৃদ্ধ দরিদ্র ব্যাক্তি ছিলেন। তিনি অত্যন্ত দরিদ্র হওয়ায় তিনি খেতেও পেতেন না। তার কাছে কোন নিজস্ব সম্পদ ছিল না। তেমন কোন অর্থ ছিল না। তার কাছে জমানো ছিল অল্প কিছু টাকা যা খুবই কম। এই টাকা দিয়ে তিনি নিজের খাবার কিনে খেতেন। তিনি ছিলেন অত্যন্ত অসহায় ও দরিদ্র। একদিন তিনি মসজিদে নামাজ পড়তে গেলেন।

এমন সময় আরো একজন অসহায় ও দরিদ্র ব্যক্তি কিন্তু তিনি যুবক মসজিদে আসলেন সাহায্য চাইতে। বৃদ্ধ-দরিদ্র ব্যক্তি যুবকের দিকে দেখে মায়া হল। তার খাবার খাওয়ার জন্য জমানো কিছু টাকা যুবকটিকে দিয়ে সাহায্য করলো। দরিদ্র বৃদ্ধটি যখন যুবকের হাতে টাকা দিয়ে সাহায্য করতে যাবে এমন সময় যুবকটি কেঁদে উঠলো।

বলল আপনি এত দরিদ্র ও বৃদ্ধ তবুও আপনি আমাকে সাহায্য করছেন, আর আমি সুস্থ সবল ও যুবক, কিন্তু আমি সাহায্যের জন্য আপনাদের কাছে এসেছি। আমি আজকে থেকে আর কখনোয় কারোর কাছে সাহায্য চাইবো না নিজে পরিশ্রম করব। আপনি বৃদ্ধ হয়ে যদি কাজ করে নিজে জীবিকা নির্বাহ করতে পারেন। আমি যুবক হয়ে কেন পারব না।

গল্প থেকে শিক্ষাঃ অন্যের কাছে কখনোয় হাত পেতে সাহায্য চাওয়া উচিত নয়। মূলত ভিক্ষা করা উচিত নয়। ভিক্ষা আল্লাহর কাছে অপছন্দের। তাই আপনি যদি সুস্থ সবল হন সেক্ষেত্রে পরিশ্রম করুন নিশ্চয়ই আল্লাহ আপনার পরিশ্রমে বরকত দিবেন।

ইসলামিক শিক্ষনীয় ছোটগল্প ।। বুদ্ধিমান কৃষকের বিশ্বাস।।
এক গ্রামে এক গরীব কৃষক বাস করত। কৃষকটি ছিল অত্যন্ত ধর্মপরায়ণ। তিনি মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করতেন। কিন্তু তিনি ছিলেন অনেক গরিব। তার আবাদি এক টুকরো জমি ছিল। যা ছিল অনেক কম। তিনি সে এক টুকরো জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে আশা দুঃখ কষ্ট বেদনা গুলো দোয়া করতেন।

একবার প্রচন্ড পরিমাণ খরা শুরু হল। কোন কৃষকের জমিতেই ফসল ফলছিল না। অন্য সব কৃষকেরা প্রচন্ড খরা দেখে কোন কিছু রোপন ও বপনও করেনি। কেননা প্রচন্ড খরায় কোন ফসল জন্মাবে না। অতিরিক্ত খরায় সব ফসলপুরে নষ্ট হয়ে যাবে। কিন্তু বুদ্ধিমান কৃষক হাত গুটিয়ে না বসে থেকে তার একটা করে জমি চাষাবাদ করল।

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

7 timmar ·Översätt

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 timmar ·Översätt

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 timmar ·Översätt

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।