12 میں ·ترجمہ کریں۔

বে আমি আশা করি তুমি খাবারটি খাওয়ার পর অবশিষ্ট কিছু অংশ আমার জন্য রেখো। সিংহ শিয়ালের সহানুভূতি দেখে শিয়ালের প্রতি তার মায়া হয়। সিংহ শিয়ালকে তার স্বীকার ফিরিয়ে দিয়ে বলে তুমিতো রাগান্বিত হতে পারতে কিন্তু তোমার সহানুভূতি দেখে আমি মুগ্ধ। আমি আর কখনো কোনদিন কারোর শিকার ছিনিয়ে খাব না। এ বলে সিংহ শিয়ালের প্রতি সহানুভূতি দেখে ফিরে যাই।

গল্প থেকে শিক্ষাঃ আপনি যাকে সহানুভূতি দেখাবেন সে আপনাকে সহানুভূতি দেখাবে। কারোর প্রতি দয়া ও মায়া করলে পরবর্তীতে সেই দয়া মায়া ও ভালোবাসা ফেরত পাওয়া যায়।

ইসলামিক শিক্ষনীয় ছোট গল্প ২।। আলেম ও ধনীব্যক্তি।।
একটি শহরে একজন ধনী ব্যক্তি ছিল, সে প্রচুর ধন-সম্পদের মালিক ছিল। সব সময় গান বাজনা, আমোদ হুল্লোড় করে মেতে থাকতো। কিন্তু তার মনে কোন শান্তি ছিল না। সে ভাবতো অর্থ সকল সুখের মূল এত অর্থ থাকার পরেও তার মনে শান্তি নেই। একদিন কার সাথে একটি বিজ্ঞ আলেম এর দেখা হল। আলেমকে ধনী ব্যক্তিটি সবকিছু বিষয় খুলে বললেন। আমি অনেক ধনী ব্যক্তি আমার অর্থ সম্পদের অভাব নেই। প্রচুর অর্থ ব্যয় করি কিন্তু কোথাও শান্তি পাই না।

আলেম তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি মুসলিম সে উত্তরে বলল না। আলেম তাকে বললেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন আল্লাহ আপনাকে সুখ ও শান্তি দেবেন। ইসলাম একটি শান্তির ধর্ম। লোকটি ও শান্তির আশায় ইসলাম ধর্ম গ্রহণ করলো। এরপর আলেম তাকে বলল আপনি আমার সাথে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন।

ব্যক্তিটি নিয়মিত আলম এর সাথে মসজিদে নামাজ পড়া শুরু করলাম। এভাবে কিছুদিন ব্যক্তিটি যখন মসজিদে নামাজ পড়তে যেত মসজিদে নিরব শান্তিপূর্ণ মুহূর্তগুলো তার কাছে অনেক পছন্দ হলো। আল্লাহর রহমতে তার জীবনে সুখ ও শান্তি বয়ে আসলো। ধনী ব্যক্তিটি আল্লাহর উপর অনেক শুকরিয়া আদায় করলেন।

গল্প থেকে শিক্ষাঃ অর্থ ও সম্পদে সুখ নেই যদি আল্লাহ ঐ ব্যক্ত রিজিকে সুখ ও শান্তি না রাখেন। অর্থ থেকে কি লাভ যদি আপনি রোগ আক্রান্ত হন। তাই সকল সুখের মূল ও শান্তির ধর্ম ইসলাম। ইসলাম ধর্মের সকল নিয়মকানুন মেনে চলুন শান্তি আসবে।

ইসলামিক শিক্ষনীয় ছোট গল্প ৩।। ব্যবসায়ীর গল্প।।
একটি বাজারে পাশাপাশি দুইটি ব্যবসায়ী দোকান করতো। একজন ছিল সৎ অন্যদিকে আরেকজন ছিল তার বিপরীত। সৎ ব্যবসায়ী খাদ্যদ্রব্যে কোন ভেজাল মেশাতো না। অন্যদিকে অসৎ ব্যবসায়ী খাদ্যদ্রব্যে ভেজাল মেশাতো অধিক দামে খাদ্যদ্রব্য বিক্রয় করতো। সৎ ব্যবসায়ীর বেশি বিক্রয় হত অল্প লাভ হতো, তিনি অন্যদের তুলনায় কিছুটা কম দামে বিক্রয় করতেন তাই তার লাভ হতো কম।
আরো পড়ুনঃ গল্প লিখে টাকা আয় করার ১০টি উপায়, সাইট, অ্যাপ
অসৎ ব্যবসায়ী অল্প বিক্রয় করতেন কিন্তু বেশি লাভে। আবার দ্রব্যের মধ্যে ভেজাল মিশাতেন তাই তার লাভ বেশি হত। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। সৎ ব্যবসায়ী ধীরে ধীরে মানুষের বিশ্বাস অর্জন করতে পারেন, তার ক্রেতার সংখ্যা বৃদ্ধি পায়। অল্প লাভে প্রচুর খাদ্যদ্রব্য বিক্রয় করেন তার লাভ হয় প্রচুর। পাশাপাশি অসৎ ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম।

5 گھنٹے ·ترجمہ کریں۔
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
6 گھنٹے ·ترجمہ کریں۔

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 گھنٹے ·ترجمہ کریں۔

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 گھنٹے ·ترجمہ کریں۔

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 گھنٹے ·ترجمہ کریں۔

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।