13 میں ·ترجمہ کریں۔

সে প্রতিনিয়তই এই দোয়া করত। একদিন হঠাৎ করে সে দেখল কোন এক ইসলামী ফাউন্ডেশন দরিদ্র ব্যক্তিদের খাবার দিয়ে সহযোগিতা করছেন। তারা এই গ্রামে তালিকা করছেন এবং মহিলাটিও তালিকায় অন্তর্ভুক্ত হয়ে খাবার পেয়েছেন। ছেলেটি খুশি হল। ছেলেটি ভাবল আল্লাহ তার দোয়া কবুল করেছেন। তাই আমাদের মনে রাখতে হবে হাত ছোট হোক কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই বড় দোয়া ও কবুল করেন।

গল্প।। আল্লাহ সব দেখেন।।
একটি শিশু নিয়মিত নামাজ পড়তো। কিন্তু হঠাৎ একদিন খেলার ছলে নামাজ পড়তে ভুলে গিয়েছে। তার দাদী তাকে ডেকে বলল আজকে তুমি নামাজ পড়ো নি? নামাজের সময় তো পেরিয়ে গেছে। সে মিথ্যে কথা বলল হ্যাঁ আমি নামাজ পড়েছি। তার দাদি তাকে বললো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমরা যা কিছুই করি না কেন তিনি সবকিছুই দেখতে পান।

তাই কখনো মিথ্যা কথা বলা উচিত নয়। শিশুটি তার ভুল বুঝতে পারলো। সে মনে মনে বুঝলো আল্লাহ সবকিছু দেখে মানুষকে মিথ্যা কথা বলে কি হবে তিনি তো সত্যিটা দেখতে পাচ্ছেন। সেদিন থেকে শিশুটি প্রতি ওয়াক্তে দ্রুত নামাজ পড়ে নিত।

গল্প।। এক টাকার সওয়াব।।
একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি খুব একটা দান করতেন না। তার পকেটে অনেক টাকা ছিল। তিনি সেই নোটের টাকা গুলো ভাঙ্গিয়ে দান করতেন না। রাস্তায় দেখলাম একজন ভিখারি বসে আছে। ভিখারি তার কাছে টাকা চাইলো। ব্যক্তিটি তার পকেটে হাত দিয়ে দেখল অনেক টাকা আছে কিন্তু তার মধ্যে খুচরো আছে এক টাকা।

ব্যক্তিটি ভাবল এক টাকা দিয়ে কিছু হয় না এই টাকাটা ভিখারীকে দিয়েদি। ব্যক্তিটি পকেটে হাত দিয়ে এক টাকা বের করে ভিখারী কে দিয়ে দিলো। ভিখারি মন খুলে আল্লাহর কাছে দোয়া করলেন তার দান করার জন্য। ভিখারিটি দোয়া করে বলল আল্লাহ তোমার জীবন বরকতময় করুক। ব্যক্তিটির চোখে জল চলে আসলো।

সে ভাবল এখন এক টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না কিন্তু ভিখারিটি আমার জন্য এক টাকায় আল্লাহর কাছে এত বড় দোয়া করলো। ব্যক্তিটি মনে মনে লজ্জিত হলেন এবং সেদিন থেকে অসহায় দরিদ্রদের বেশি বেশি দান করতে শুরু করলেন।

গল্প।। সময়ের মূল্য।।
একটি শিশু প্রতিদিন নামাজ পড়তো। কিন্তু একদিন হঠাৎ করে খেলাধুলা করতে গিয়ে নামাজের কথা ভুলে গেল। নামাজের সময় পেরিয়ে গেছে। সে বাড়িতে ফিরে আসলো। তার মা তাকে বলল তুমি নামাজ পড়েছ সে উত্তরে বলল না। তুমি কি জানো তুমি যে নামাজ করলে না কখনো এটি ফিরে পাবে না। এই দিনটি চলে গেল এই দিনটি আর কখনোই ফিরে আসবে না।

1 h ·ترجمہ کریں۔

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·ترجمہ کریں۔

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·ترجمہ کریں۔

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·ترجمہ کریں۔

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
2 گھنٹے ·ترجمہ کریں۔

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image