সে প্রতিনিয়তই এই দোয়া করত। একদিন হঠাৎ করে সে দেখল কোন এক ইসলামী ফাউন্ডেশন দরিদ্র ব্যক্তিদের খাবার দিয়ে সহযোগিতা করছেন। তারা এই গ্রামে তালিকা করছেন এবং মহিলাটিও তালিকায় অন্তর্ভুক্ত হয়ে খাবার পেয়েছেন। ছেলেটি খুশি হল। ছেলেটি ভাবল আল্লাহ তার দোয়া কবুল করেছেন। তাই আমাদের মনে রাখতে হবে হাত ছোট হোক কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই বড় দোয়া ও কবুল করেন।
গল্প।। আল্লাহ সব দেখেন।।
একটি শিশু নিয়মিত নামাজ পড়তো। কিন্তু হঠাৎ একদিন খেলার ছলে নামাজ পড়তে ভুলে গিয়েছে। তার দাদী তাকে ডেকে বলল আজকে তুমি নামাজ পড়ো নি? নামাজের সময় তো পেরিয়ে গেছে। সে মিথ্যে কথা বলল হ্যাঁ আমি নামাজ পড়েছি। তার দাদি তাকে বললো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমরা যা কিছুই করি না কেন তিনি সবকিছুই দেখতে পান।
তাই কখনো মিথ্যা কথা বলা উচিত নয়। শিশুটি তার ভুল বুঝতে পারলো। সে মনে মনে বুঝলো আল্লাহ সবকিছু দেখে মানুষকে মিথ্যা কথা বলে কি হবে তিনি তো সত্যিটা দেখতে পাচ্ছেন। সেদিন থেকে শিশুটি প্রতি ওয়াক্তে দ্রুত নামাজ পড়ে নিত।
গল্প।। এক টাকার সওয়াব।।
একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি খুব একটা দান করতেন না। তার পকেটে অনেক টাকা ছিল। তিনি সেই নোটের টাকা গুলো ভাঙ্গিয়ে দান করতেন না। রাস্তায় দেখলাম একজন ভিখারি বসে আছে। ভিখারি তার কাছে টাকা চাইলো। ব্যক্তিটি তার পকেটে হাত দিয়ে দেখল অনেক টাকা আছে কিন্তু তার মধ্যে খুচরো আছে এক টাকা।
ব্যক্তিটি ভাবল এক টাকা দিয়ে কিছু হয় না এই টাকাটা ভিখারীকে দিয়েদি। ব্যক্তিটি পকেটে হাত দিয়ে এক টাকা বের করে ভিখারী কে দিয়ে দিলো। ভিখারি মন খুলে আল্লাহর কাছে দোয়া করলেন তার দান করার জন্য। ভিখারিটি দোয়া করে বলল আল্লাহ তোমার জীবন বরকতময় করুক। ব্যক্তিটির চোখে জল চলে আসলো।
সে ভাবল এখন এক টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না কিন্তু ভিখারিটি আমার জন্য এক টাকায় আল্লাহর কাছে এত বড় দোয়া করলো। ব্যক্তিটি মনে মনে লজ্জিত হলেন এবং সেদিন থেকে অসহায় দরিদ্রদের বেশি বেশি দান করতে শুরু করলেন।
গল্প।। সময়ের মূল্য।।
একটি শিশু প্রতিদিন নামাজ পড়তো। কিন্তু একদিন হঠাৎ করে খেলাধুলা করতে গিয়ে নামাজের কথা ভুলে গেল। নামাজের সময় পেরিয়ে গেছে। সে বাড়িতে ফিরে আসলো। তার মা তাকে বলল তুমি নামাজ পড়েছ সে উত্তরে বলল না। তুমি কি জানো তুমি যে নামাজ করলে না কখনো এটি ফিরে পাবে না। এই দিনটি চলে গেল এই দিনটি আর কখনোই ফিরে আসবে না।