শুভ জন্মদিন বন্ধু দোয়া
অনেকেই জন্মদিনে বন্ধুর জন্য দোয়া করতে চান। বন্ধুর জন্য আল্লাহর কাছে ভালো কিছু কামনা করেন। তার জন্য দোয়া চেয়ে সেই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় অথবা বন্ধুর উদ্দেশ্যে শেয়ার করেন। আবার অনেকেই শুভ জন্মদিনে বন্ধুর দোয়া সম্পর্কে খোঁজ করেন। সে সকল বন্ধুদের উদ্দেশ্যে নিচে জন্মদিনে বন্ধুর দোয়া দেওয়া হলঃ
শুভ জন্মদিন প্রিয় বন্ধু, আল্লাহ তোকে নেক হায়াত দান করুক।
শুভ জন্মদিন প্রিয় বন্ধু, আল্লাহ তোকে সব সময় সুখী এবং সুস্থ রাখুক।
জন্মদিনে দোয়া করি, আল্লাহ যেন তোর সব চাওয়া ও পাওয়া পূরণ করেন।
শুভ জন্মদিন বন্ধু, আল্লাহ তোমার জীবনকে রহমত ও বরকত দিয়ে পরিপূর্ণ করুক।
শুভ জন্মদিন প্রিয় বন্ধু, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে দুনিয়া ও আখিরাতে সফল করেন।
জন্মদিনে দোয়া করি, আল্লাহ তোমাকে সৎ পথে পরিচালিত করুক।
শুভ জন্মদিন প্রিয় বন্ধু, আল্লাহ তোমার জীবনকে সুখ ও শান্তিতে পরিপূর্ণ করুক।
শুভ জন্মদিন, আল্লাহ তোমার জীবনের দুঃখ-কষ্ট দূর করে সুখ শান্তিতে ভরিয়ে দিক।
hanif ahmed Romeo
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?