🌊 ৮️⃣ কাচা নদী
কাচা নদী দক্ষিণাঞ্চলের এক প্রধান নদী, যা বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি কৃষি ও পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষায় কাচা নদীর জলপ্রবাহে চারপাশের জমিতে সজীবতা ফিরে আসে। এর সৌন্দর্য ও শান্তধারা মুগ্ধ করে ভ্রমণপিপাসুদের।
#কাচা_নদী