মিষ্টি কুমড়া?

আমার আর আমার রুপা আপুর মিষ্টি কুমড়ার আত্মকাহিনী ?

ভালোলাগার মিষ্টি কুমড়া

 

 

ভালোলাগা বলতে আমার কাছে আমার প্রিয় বকুল, ফুল। আমি ছোট থেকেই বকুল প্রিয়। শুধু বকুল নই, শিউলি, বেলী ও আমার খুব পছন্দের। 

 

আমি ছোট থেকে গাছ লাগানো পছন্দ করি শুধু ফুল জাতীয় গাছ নই আমি নানান ধরনের সবজির গাছ ও লাগাতাম। শুধু আমি না, আমার রুপা আপু ও আমার মত গাছ লাগাত। 

 

আমাদের শৈশবে গাছ নিয়ে অনেক কাহিনী আছে। বাড়িতে আমরা এই দুই প্রাণী সারা দিন গাছ লাগানোর সন্ধানে থাকতাম। 

 

কোথায় আশেপাশে আর্বজনার মাঝে গাছ হয়ছে তা দেখে তুলে ভালো যায়গায় লাগিয়ে যত্ন করতাম। আমার আবার স্বভাব ছিলো ওর পিছু পিছু কাজ করা। ওনি যা করবে তা দেখে কপি করা, হায় আফসোস একবার তার হাতের লেখ কপি করতে চেয়ে ছিলাম,,,, 

 

কপি বলতে সুন্দর হাতের লেখা করতাম পারি নাই। আমার চাইনিজ লেখা মাঝে মধ্যে আমিই বুঝি না তাহলে স্যার- ম্যামরা কিভাবে বুঝবে। একদিন আমি আর রুপা

 

 

 আপু- দুজনে দুইটা মিষ্টি কুমড়োর চারা রোপন করি।

 

 আলহামদুলিল্লাহ চারা দুটেছি আমাদের যন্ত্রে ভালোই বেড়ে ওঠে। ফুল আসে, দুইটা গাছ এক সাথে হওয়াতে কোন কার গাছ বুঝা, যায় না। 

 

গাছ বড় হয়ে ফুল আসে তারপর একদিন দেখি গাছে একটা কুমড়া হয়েছে। আমরা তো মহা খুশি। 

 কিন্তু বিপদ ঘটলো কার গাছের তা তো বুঝা যায়না।

 

 এখন আমি বলি আমার আর আপু বলে আপুর,

 

 এভাবেই কথা কাটাকাটি। তারপর ওইদিনই রুপা আব্বু মানে আমার জেটা মিষ্টি কুমড়া টা নেট জালে আগলে দেই। যেনো পোকা না খেয়ে ফেলতে না পারে। 

 

 কিন্তু কথায় আছে না আল্লাহ তা'আলা যা করে ভালোর জন্য করে।

 

 পরের দিন সকালে ওঠে দেখি কুমড়াটা পোকা ছিদ্র করে ফেলেছে,

 

 নেটের জাল একটু ছিদ্র ছিলো তাই,,

 

তারপর আমবা দুজনেই কি কান্না ??


Akhi Akter Mim

313 Blog Postagens

Comentários