প্রেসিডেন্ট প্রার্থী ৩৯!

প্রেসিডেন্ট প্রার্থী ৩৯!

সামনেই শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন। আগামী ২১ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা রয়েছে দ্বীপরাষ্ট্রে। এবারের নির্বাচনে শ্রীলঙ্কায় মোট প্রার্থী রয়েছেন ৩৯ জন। কিন্তু তাদের মধ্যে একজনও মহিলা প্রার্থী নেই। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন। ৩৯ জন প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে রয়েছেন তিনজন তামিল সংখ্যালঘু ও দু’জন বৌদ্ধ সন্তও।

বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘেও মনোনয়ন জমা দিয়েছেন। ভোটে লড়ছেন রাজাপক্ষে পরিবারের নমল রাজাপক্ষে, প্রধান বিরোধী নেতা সজিত প্রেমদাসাসহ আরো একাধিক পরিচিত ব্যক্তি। শ্রীলঙ্কায় গত কয়েক বছরে যে আর্থিক সঙ্কট তৈরি হয়েছে, সেই আবহে এটিই প্রথম নির্বাচন দ্বীপরাষ্ট্রে। ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে প্রথম বার এমন আর্থিক সঙ্কটের মুখোমুখি হতে হয়েছিল শ্রীলঙ্কাকে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে দেউলিয়া হয়ে যায় দেশটি।

সেই আর্থিক সঙ্কেটর আবহেই পতন হয় রাজাপক্ষে পরিবারের। তীব্র জনরোষের মধ্যে পড়ে ক্ষমতাচ্যূত হন প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেও দেশ ছাড়তে বাধ্য হন। সেই রাজাপক্ষে পরিবারেরই ফের সক্রিয় হয়ে উঠছে শ্রীলঙ্কার রাজনীতিতে ফেরার চেষ্টায়। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজপক্ষে পরিবারের নমল। তিনি সম্পর্কে মাহিন্দার ছেলে।

১৯৮২ সালের অক্টোবরে যখন প্রথমবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল, তখন প্রার্থী ছিলেন ছয়জন। সময়ের সাথে সাথে বেড়েছে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রার্থীর সংখ্যাও। গত প্রেসিডেন্ট নির্বাচনে (২০১৯


Eva Rahama

29 블로그 게시물

코멘트