সূরা কাওসার

সূরা কাওসারের গানিতিক বর্নণা।

বিশ্বের সব চেয়ে সুপার শক্তিশালী কম্পিউটার থেকেও আরো অত্যাধনিক ও আরো গানিতিক কোল্ডিং রয়েছে সূরা আল কাওসারে।

 

পবিত্র কোরআনের এ একটি সূরা সকল কম্পিউটারকে ফেল করাবে।

 

সূরা আল কাওসার হলো কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরা।

 

সূরা আল কাওসারে আশ্চর্যজনক ১০ সংখ্যার গানিতিক হিসাব রয়েছে।

 

আল কাওসারের মধ্যে ১০ টি শব্দ রয়েছে।

যার প্রথম আয়াতে মোট শব্দ অক্ষর রয়েছে।

 

তেমনি ২য় আয়াতেও অক্ষরের সংখ্যা মোট ১০ টি,এবং শেষ আয়াতেও মোট ১০ টি অক্ষর রয়েছে।

 

সূরা আল কাওসারে যে সকল অক্ষর একবার করে এসেছে তার সংখ্যা ও ১০.

 

সূরা আল কাওসারে যে অক্ষর টি সব থেকে বেশী এসেছে তা হলো

**আলিফ**

 

আলিফ অক্ষর টি ও ১০ বার এসেছে।

 

সূরা আল কাওসারে প্রত্যেক আয়াত শেষ হয়েছে একটি অক্ষর দিয়ে তা হলো৷ **র**

 

**র** হরফ সমূহের মধ্যে ১০তম হরফ।

 

কোরআনের যে সকল সূরা এ **র** অক্ষর ধারা শেষ হয়েছে, তার সংখ্যা ও দশ।

 

যার মধ্যে সূরা আল কাওসার সর্ব শেষ সূরা।

 

এ সূরাটি তিনটি আয়াতের প্রত্যেকটির ২য় শব্দটির শেষ অক্ষর **কাফ**,,,,,এবং এ **কাফ** ওয়ালা তিনটি শব্দে মোট হরফের সংখ্যা হরফ মোট ১০ টি।

 

যেমন টা আগে বলা হয়েছে যে এ সূরাটির দ্বিতীয় আয়াতের শেষে **কাফ** হরফটি রয়েছে, 

 

এবং প্রতিটি আয়াতের শেষ অক্ষর **র**

 

এবার বুঝার বিষয় এই যে **কাফ** অক্ষর টি।

 

**কাফ**সংখ্যার গত মান হচ্ছে =২০

 

আর

**র** সংখ্যার গত মান হচ্ছে = ২০০

 

এখন যদি আমরা ২০০ কে ২০ দ্বারা ভাগ করি

 

[২০০/২০]

=১০

 

কোরআনের সকল সূরার মত

সূরা আল কাওসারের শুরুতে

 

#বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে।

 

দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষর সমূহের মাঝে **র** অক্ষর টি রয়েছে যার সিরিয়াল ১০ তম।

 

যেখানে বিসমিল্লাহ শব্দের মধ্যে হরফ সংখ্যা = ১০

 

পুরো কোরআন শরীফের দুটি সূরা এমন রয়েছে,,

 

যা শুরু হয়েছে **ইন্না**শব্দ দিয়ে,,

এবং যাদের শেষ হয়েছে **র** অক্ষর দিয়ে।

 

যার মধ্যে প্রথম সূরা হচ্ছে সূরা আল কদর। যা পবিত্র কোরআনে ৯৭নম্বর সূরা।

 

এবং দ্বিতীয় সূরাটি হলো সূরা আল কাওসার। যা পবিত্র আল কোরআনে ১০৮ নম্বর সূরা।

 

আর সূরা আল কদর ও সূরা আল কাওসারে মধ্যে সূরা সমুহের সংখ্যা ১০.

 

সূরা আল কদরে **র**অক্ষর টি এসেছে ১০ বার।

 

সূরা আল কদরের শুরু ও হয়েছে ইন্না শব্দ দিয়ে।

 

এবং দ্বিতীয় সূরা আল কাওসারের যার প্রতিটি আয়াতই শুরু হয়েছে ইন্না শব্দ দিয়ে।

 

এ দুটি সূরার মাঝে ইন্না দিয়ে শুরু হয়েছে এমন আয়াত সংখ্যা ও দশ।

https://youtu.be/kxmAJ_doDnU?si=OSAziM8-RVF_P8oy


Salma Akter

274 Blog posting

Komentar

📲 Download our app for a better experience!