মন বহন করে,সন

মন ভালো থাকলে সব ভালো মন খারাপ হলে সব খারাপ।

মন এমন একটা জিনিস,,,, যা ভালো থাকলে টাকা পয়সার সুখ লাগে না।ডাল ভাতেও দিন ভালো যায়।

 

মন জিনিস টা খুব নরম ও কোমল তাই অল্প আঘাতেই ভেঙ্গে যায় গলে যায়।

মন হচ্ছে কাঁচের মতে ভেঙ্গে গেলে জুড়া লাগে না।

জুড়া লাগাতে গেলে দাগ গুলো স্পষ্ট বুঝা যায়।

তুমি ও আমার মন ভেঙ্গেছো এক বার দুই বার তিন বার নই বারংবার তুমি আনাকে ভেঙ্গে চুড়ে ফেলেছো।

তুমি ভূলে গেছো আমিও চেয়ে ছিলাম ভাঙ্গা মন কে জুড়া লাগাতে কিন্তু পারিনি তার স্পষ্ট দাগ গুলোর জন্য, 

ভালোবাসার ক্ষেত্রে মন ভাঙ্গে বন্ধুর ক্ষেত্রে মন ভাঙ্গে, পরিবার পরিজন আত্মীয়স্বজনদের জন্য মন ভাঙ্গে। 

 

হাজারো পরিস্থিতির জন্য মন ভাঙ্গে,

 

কারো মন ভেঙ্গে অন্য কেউ সুখি হতে পারে না 

কারন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।


Akhi Mustakim

6 Blog Mensajes

Comentarios

📲 Download our app for a better experience!