সূরা লাহাব

সূরা লাহাব আরবি ও বাংলা অনুবাদ সহ

কুরআন শরীফ তেলাওয়াতের ফজিলত সম্পর্কে মহানবি হযরত মোহাম্মদ (স.) বলেছেন-

 

'যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফও পাঠ করবে, সে একটি নেকি লাভ করবে। আর এ নেকির পরিমাণ হলো দশগুণ।'

 

 

بسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

 

বিছমিল্লাহির রাহমানির রাহিম।

 

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

 

تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ

 

তাব্বাত ইয়াদাআবী লাহাবিওঁ ওয়া তাবব।

 

আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,

 

مَا أَغْنَى وَمَا كَسَبَ 

 

 

 

মাআগনা-'আনহু মা-লুহূওয়ামা-কাছাব।

 

 কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।

 

سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ

 

ছাইয়াসলা-না-রান যা-তা লাহাব।

 

সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে

 

وَأَمْرَأَتُهُ، حَمَّالَةَ الْحَطَبِ

 

ওয়ামরাআতুহূ; হাম্মা-লাতাল হাতাব।

 

এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,

 

فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ

 

ফী জীদিহা-হাবলুম মিম মাছাদ।

 

তার গলদেশে খজুরের রশি নিয়ে।


Salma Akter

274 ブログ 投稿

コメント

📲 Download our app for a better experience!