জীবনের লক্ষ্য ঠিক করা ?☝️

জীবনে সফলতা চাইলে যে কাজটি করতে হবে তা হচ্ছে লক্ষ্য ঠিক করা ✊☝️

জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই সর্বপ্রথম লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষণ নির্ধারণ ছাড়া জীবনে সফলতা অর্জন করা অসম্ভব।কেননা  লক্ষ্য না  থাকিলে আপনি কিসের উপর ভিত্তি করে সামনে চলবেন।আপনার গন্তব্য ঠিক না থাকিলে আপনি ঠিকানায় পৌঁছাতে পারবেন না। কিন্তু আগে থেকে যদি লক্ষ্য ঠিক করা থাকে তাহলে দেখবেন খুব সহজেই আপনি লক্ষ্য পৌঁছে যাবেন আর এভাবে জীবনে সফলতা আসতে পারে বা আসে।মনে রাখতে হবে 'কঠোর পরিশ্রম' বা 'ব্যস্ত থাকার' জন্য আপনাকে অর্থ প্রদান করা হচ্ছে না। দিনের শেষে নিয়োগকর্তার কাছে গুরুত্বপূর্ণ হলো- আপনি কীভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণে অবদান রাখছেন। তা হতে পারে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী। তাই প্রতিষ্ঠানকে ঘিরে আপনার নিজেরও একটি লক্ষ্য থাকতে হবে। এই লক্ষ্যভিত্তিক মানসিকতা আপনাকে ক্যারিয়ারের সফলতা অর্জনে সহায়তা করবে। তা আপনি করপোরেট সিঁড়ির যেখানেই থাকুন না কেন।☝️✊?


Badhon Rahman

177 Blog Postagens

Comentários

📲 Download our app for a better experience!