বেনারশি ছাড়া বউ

করোনার সময় বিয়ে আর বউ সাজবো কেমনে

আমার বিয়ে টা নিয়ে অনেক হট্টগোল বাজে।

বিয়ে মানে আনন্দ আর আমার বিয়ে মানে ঝগড়ার বাড়ি।

বিয়ে বউ নাকি হাসিখুশি থাকে আর আমি থাকি মহা বিপদে।

মামা বাড়ির লোক নিজের বাড়ির লোক আর তো আছে শুশুর বাড়ির লোক।

কি যে একটা প্যারা,

আমি তো রীতিমতো ভাবতেছিলাম বিয়ে করেছি নাকি ঝগড়া কিনে বাড়ি এনেছি।

আমার শুরু থেকেই ইচ্ছে ছিলো বিয়ে করলে কোনো লোকজন হবে না সাদামাটা বিয়ে কিন্তু বউ সাজবো।

সব ঠিক ছিলো শুধু বউ সাজটা হয়নি।

করোনার সময় মামা সকাল বেলা এসে হুট করে বলে রেডি হতে কোনো কথা কোনো আলোচনা নেই।

হুট করে একটা রিকশা নিয়ে সোজা কাজি অফিস, বিয়ে হয়ে গেলো।

আমি বললাম কোনো মিষ্টি মুখ হবে না,

খেজুর আপ্যায়ন হবে। তাই হলো।

তারপর আমার কঙ্কাল তার মত বাড়ি চলে গেলো বাড়ি এসে কত কাহিনি কেউ জানলো না একাই বিয়ে   হয়ে গেলো, নিশ্চয় মেয়ে প্রেম করতো আগে কত কাহিনি

কিন্তু আমার বিয়ে পরিবর দেখে হয়।

মামর বাড়ির লোকের ও এক কথা আখি প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে।

আমি তো মহা ঝামেলায় কারে কি বুঝাবো।

যাচ্ছে দিন এভাবেই হাজারো কথার মাঝে।

দিন শেষে তার বাড়ির লোক এখন আর আমাদের বিয়ে মানবে না,,ঠিক আছে মামা বললো মেয়ে পচে যায়নি এখনো কাজি ডাকবো?কিন্তু নানা ভাই হুট করে বলে ওঠে আমার বউ নিয়ে আমি খাবো কে কি বললো আমার দেখার বিষয় না।

নতুন করে পথ চলা শুরু তারপর আরো অনেক কাহিনি আরেক দিন বলবো।


Salma Akter

274 Blog posting

Komentar
shohidul22 43 di

nice post