পেঁপে গাছ

পেঁপে গাছের উপকারিতা ও ৪ জন ডেঙ্গু রোগীর কাহিনি।

আমাদের একটা পেঁপে গাছ ছিলো।

আমরা অনেক পেঁপে খেয়েছি আশেপাশের সবাইকে দিয়েছি।

গাছের আগা থেকে গোড়া পর্যন্ত শুধু পেঁপে আর পেঁপে। 

আমার আব্বুর ডেঙ্গু হয় তখন এ পেপে গাছের পেঁপে আব্বু কে অনেক খাওয়ানো হয়। পেঁপে গাছের পাতার রস খেলে প্লারিলাইট বাড়ে।

আব্বুকে পেঁপে গাছের পাতার রস খাওয়ানো হয়েছে।

তারপর আব্বুর পর ডেঙ্গু হলো আমার ছোট বোনের তাকেও এ গাছের পেঁপে খাওয়ানো হয়।

আল্লাহর অশেষ রহমতের পেঁপে গাছ থেকে পেঁপে শেষ হয় না।

বোনের পর আমার ফুফুর ডেঙ্গু ধরা পড়ে তাকেও আমাদের এ পেঁপে গাছের পেঁপে ও পাতার রস খাওয়ানো হয়।

ফুফুর পর আমার মামার ডেঙ্গু ধরা পড়ে মামার জন্য ও পেঁপে পেঁপে পাতার রস খাওয়ানো হয়।মামা সুস্থ হওয়ার আগেই গাছে পেঁপের ভারে গাছ ভেঙে পড়ে যায়

আমার আব্বুর সৃতি টা হারিয়ে যায়।


Salma Akter

274 Blog Postagens

Comentários

📲 Download our app for a better experience!