শেষ চিঠি

সকাল সকাল আম্মুর ডাকে ঘুম ভাঙল আমার। বাবা নাকি মস্ত বড় একটা রুই মাছ নিয়ে হাজির হয়েছেন বাসায়। এটা এখন দেখতে

আম্মু আমাকে ডাকছে।

 

—রাসেল, কী করিস?

 

—কিছু না।

 

—ইভা আসছে, হাতে গোলাপ অনেকগুলো।

 

—যাও, আমি আসছি।

 

আমি ঘামছি। উঠে দাঁড়িয়ে আবার বসে পড়লাম, হাত-পা কেমন জানি অবশ হয়ে আসছে। ইভা চলে এলো আমার রুমে।

 

—ইভা, তুমি?

 

—হ্যাঁ আমি, আমার চিঠিগুলো কই?

 

হাতে থাকা চিঠিটা ইভার দিকে বাড়িয়ে দিলাম।

 

—আরো বাকি ২৯৯, নিয়ে আসো।

 

আমি অবাক বিস্ময়ে ইভার দিকে তাকিয়ে আছি। তবে কি আমি ইভাকে ভালোবাসিনি? ইভা আমার দিকে তাকিয়ে হাসছে। ‘রাসেল, এটা ভালোবাসা নয়, এটা আবেগ। ভালোবাসা হচ্ছে মনের ভেতর পুষে রাখা আকুতি। নীরবে ভালোবাসার মানুষটির সুখ কামনা করা। রাগের বশবর্তী হয়ে তুমি যেটা করলে, সেটা ভালোবাসা হতে পারে না।

 

আমি কিছুই বলতে পারছি না, মনের ভেতরটা হাহাকার করে উঠল। আমি বুঝতে পারছি, আমি ইভাকে ভালোবাসতে শুরু করেছি, যেটা শুধুই ভালোবাসা। এখানে আবেগের স্থান খুব অল্প। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইভা চলে যাচ্ছে, এই বুক খালি করে দিয়ে দূরে, অনেক দূরে।


MD SOHAG KHAN

107 ブログ 投稿

コメント

📲 Download our app for a better experience!