ডির্ভোস

নতুন এক ডির্ভোসের গল্প তুলে ধরবো আজ।

একটি সুন্দর পরীর মত মেয়ে

আর এক বৃদ্ধ বয়সী ছেলের কাহিনী।

আমি তো পুরো অবাক এমন বৃদ্ধের সাথে এমন সুন্দর মেয়ে কিভাবে বিয়ে হলো।

শুনলাম আপুর আগেও একবার বিয়ে হয়েছে।তার একটা মেয়ে আছে,ওই সংসারে তার স্বামী মারা গেছে।

তারপর থেকে আমি মেডিকেল জব করে।

ওখান থেকে লোকটির সাথে আপুর পরিচয় প্রেমআলাপ বিয়ে।

লোকটার ও আগের সংসার আছে।

তাদের সংসার জীবন এখন ১০ বছরের।

আপুকে অনেক মারধর করা হয় তাই আপু আরো একবার ডির্ভোস লেটার পাঠাই, 

কিন্তু লোকটি নাকি আপুর জন্য আপুর কাছে অনেক কান্না কাটি করে।

অনেক হাতেপায়ে ধরে সবার,

আপুর পরিবার জানে আপু একা আছে ঢাকা,

আপুর বাড়ি রংপুর থাকে আশুলিয়া।

আপুটি ওইবার কান্নাকাটির জন্য  তার কাছে ফিরে আসে।

কিন্তু দিন যাচ্ছে তাদের মাঝে জটিলতা বাড়ে।

আপুকে অনেক অত্যাচার করে।

আপুর চোখ মুখ ঘুসিয়ে লাল বর্ণ করে ফেলছে।

এখন আপুর জীবনের শেষ সিধান্ত আপু এ সংসার পরিত্যাগ করবে।

মুক্তি নিবে এমন আগুন ময় সর্ম্পক থেকে।

আপুর জীবনের সিদ্ধান্ত ডির্ভোস এটাই ফাইনাল ও এটায় শেষ সিদ্ধান্ত। 

 


Salma Akter

274 Blog bài viết

Bình luận

📲 Download our app for a better experience!