আমার প্রতি দিনের কার্যকালপ

জীবন পরিচালনা করার জন্য।নিয়ম মেনে চলা খুব দরকার।

একজন মানুষ সুস্থ থাকার জন্য প্রতিদিন  একটা রুটিন করে চলা খুব দরকার। রুটিন মোতাবেক চললে শরীর মস্তিষ্ক সব ঠিক থাকে।জীবন গোছানো হয়। জীবনে এগিয়ে যাওয়া খুব সহজ সরল হয়। জীবনে সফলতা অর্জন করতে হলে ঘুম থেকে উঠা শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত তুমি কি কি কাজ করবে তার একটা ফুলফিল রুটিন থাকলে ভালো হয়। এতে করে তুমি সহজে বুঝতে পারবে কোন কাজটার পরে কোন কাজ করবে। এর ফলে তোমার অনেক সময় অপচয় হবে না। তাই আসো আধুনে একটা রুটিন তৈরি করি। 


Badhon Rahman

177 בלוג פוסטים

הערות

📲 Download our app for a better experience!