সৎ পথে চলো

সব সময় সৎ পথে চলো কারন মৃত্যু শিরধার্য যখন তখন পাকরাও করবে।তখন অসৎ কর্মের ফল কতটা কঠিন হবে তা ওইসময়ই টের পাবা

সৎ পথে সব সময় করি ও ভ্রমন, যদিও হয় দেরী, অসৎ নারী করিও না বিয়ে যদিও দেখতে হয় পরী। প্রিয় ভাই বোন এ ছোট জীবনে আপনার পিছিয়ে পড়া বলতে কিছু নেই। কারণ ভেবে দেখুন লাইনে থাকা শেষ ব্যক্তি টাও এক সময় কাউন্টারে  পৌছে যায়। মনে রাখবেন সিংহ দিনে ১৮ ঘণ্টা ঘুমায় আর গাধা  সে দিনে ১৮ ঘন্টা খাটে পরিশ্রম করে। ভাবুন তো পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো।  সিংহ নয়, মনে রাখবেন; যুক্তিহীন পরিশ্রম সত্যিই মূল্যহীন। সব সময় টিপটিপ এবং সবচেয়ে

সুন্দর  জিনিসের পিছনে   পড়ে থাকবেন না। মাঝে মাঝে পোকা ধরা জিনিস টাও  ভালো হয়, এই যে কথায় আছে  না, যে  ফল. পোকা খে য়েছে তা নিদ্বিধার খাও পোকো বা  বিষাক্ত ফল খায় না পাখি ।   টাকার গরম ক্ষমতার গরম সম্পত্তি অংকার, রপের অহংকার , দাপটি, আচ্ছা বলুন তো এগুলো কোথায় রাখবেন কাফনের ঢোকানোর তো পকেট 

পকেট নাই। জীবনে ভালো থাকতে চাইলে, চার ধরনের মানুষ এড়িয়ে  দূরে থাকুন।

 

১. যে আপানকে  মিথ্যা বলে।

 

২. যে আপনাকে অসম্মান করে।

 

৩. যে আপনাকে সুযোগ পেলেই স্বার্থে ব্যবহার  করে।

 

৪. আর যে আপনাকে সুযোগ পেলে ছোট সবার সামনে ছোট করে।

 

https://youtu.be/SXS13mFrYcA?si=racoDogyOqKDe3y7


Salma Akter

274 وبلاگ نوشته ها

نظرات