জেন্ডার পরিবর্তন অন্তিম পর্ব

আমরা গল্পের মূল কাহিনীতে চলে এসেছি আমরা জানতে পারবো নায়িকা জেন্ডার পরিবর্তন করবে নাকি স্বাভাবিক জীবন যাপন কর

তার পর থেকে সে নেশায় আসক্ত থাকে।তার পর মেয়েটিকে নিয়ে ছেলেটি ডক্তরের কাছে যায় আর ডক্টর তাকে বলে জেন্ডার পরিবর্তন করার আগে তাকে ৭ দিন রেস্টে থাকতে হবে তর পিপারেশন নিতে হবে জেন্ডার পরিবর্তন করার।

তার পরের দিন ছেলেটির সামনে তার বেষ্ট ফ্রেন্ডকে আনা হয় প্রথমে তারা ঝগড়া করে পড়ে আবার মিলো যায়

তারপর তার এক্স গালফ্রেন্ডের মেয়ে বেবি হয় তারা সবাই মিলে দেখতে যায় আর ওদের সবাইকে এক সাথে দেখে এক্স মেয়েটিরও ভালো লাগে।তারপর গল্পের মেয়েটির ফোনে একটা কল আসে থানা থেকে তার মা এবং তার বফ তার নামে মিসিং কমপ্লন করে তাই তাকে থানায় আসতে বলা হয় সে আসে এবং ছেলেটিও আসে।তার মা এবং তার মায়ের বফ তাকে নিয়ে যেতে চাইলে সে সরাসরি না করে দেই আর তাই পলিশ ও সার্পোট করে কারন মেয়েটি এল্ডাএট,

তারপর একদিন মেয়েটির মায়ের বফ ছেলেটির বাড়ি গিয়ে ছেলেটিকে মেরে মেয়ে তুলে নিয়ে এসে আটকে রাখে।

আর তারপর ছেলেটিও কম যায় না সেও মেয়েটির বাড়ি গিয়ে মেয়েটিকে আনতে তার মায়ের বফকে উত্তম মাধ্যম দিয়ে তাকে বাইকে করে নিয়ে আসে।

আর তার মাঝেই কল আসে মেয়েটির সার্জারির সময় হয়ে গেছে।

ছেলেটি মেয়েটিকে নিয়ে মেডিকেল যায় আর বলে।

তোমাকে কথা দিয়ে ছিলাম এই সময় টুকু সাথে থাকবো তাই এখন আমি চলে যাচ্ছি। এ সময়ের মাঝে ওদের মনের মিল হয়ে গেছে দুজন দুজন কে খুব ভালো ভাবে বুঝতে পারে তবুও কেউ কিছু মুখ ফোটে বলে না।

মেয়েটিও কান্না শুরু করে ছেলেটি যাওয়ার পর।

তারপর সীন পরিবর্তন হয় আর দেখা যায় ছেলেটি আরজে হয়ে সো করতে ছিলো

আর তখনই তার কাছে একটি মেয়ে আসে।

সে দেখতে পাই মেয়েটি আর কেউ না তার পছন্দের মানুষ সে তাকে জড়িয়ে ধরে বুঝতে পারে সে জেন্ডার পরিবর্তন করেনি।

তারপর শুনতে পারে তার ডক্টর তাকে বুঝিয়েছে আর তারা দুজন দুজনের মনের কথা শেয়ার করে।

এখানেই গল্পের হ্যাপি ইন্ডিং হয়।

 


Salma Akter

274 Blog posts

Comments

📲 Download our app for a better experience!