কাল্পনিক গল্প

আমি নিজে লেখেছি কাল্পনিক ভাবে গল্পটি প্রথম পর্ব আশা করছি দ্বিতীয় পর্ব খুব শ্রীর্ঘ দিয়ে দিবো।

কাল্পনিক গল্প

 

এক গ্রামে এক পরিবার বাস করতো। পরিবারটি খুব গরিব ছিলো। পরিবারে সদস্য সংখ্যা ছিলো চার জন। বাবা মা আর তারা দুই বোন। খুব অভাবে কাটতো তাদের দিন। তাদের বাবা দিন মজুর ছিলো আর মা গৃহিনী। দুই বোন কখনো ভালো মন্দ খেতে পাহি তো না। সব সময় পানি পান্তা খেয়ে জীবন যাপন করতো। আশে পাশের আর কেউ তাদের সাথে মিশতো না। তার খুব দুঃখ পেত তার জন্য। একদিন ২ বোন আকাশের প্রাণে তাকিয়ে আল্লাহকে বলে। আমাদের কে কি তুমি পছন্দ করো না আল্লাহ। আমরা যে শুনি আল্লাহ যাদের ভালো বাসে তাদের মনমত সব দেয় তাহলে আমাদের কেনো এতো দুঃখ কষ্ট। 

 

 তুমি আমাদের কষ্ট দূর করে আল্লাহ। তারপর দুই বোন হাঁটতে লাগলো তার তাদের চোখের সামনে একটা গাছ চোখে পড়লো গাছটি কি গাছ তা তার জানে না। কিন্তু গাছটি দেখতে সুন্দর তাই তারা গাছটি তুলে বাড়ির আঙ্গিার লাগিয়ে দিই যত্ন করে সার দিই। পানি মাটি রৌদ সব কিছু ঠিক ঠাক পড়ে কিনা খেয়াল রাখে। আস্তে আস্তে গাছটি বড় হয় এবং তারা তো অবাক ও সাথে তাদের বাবা- মা ও গাছটির মাঝে নানান ধরনের ফল এসেছে। আশে পাশের মানুষ এসব দেখতেও আসে।


Salma Akter

274 Blog mga post

Mga komento

📲 Download our app for a better experience!