সকাল সকাল ওঠা।

সকালে ওঠলে প্রাকৃতিক বাতাস উপভোগ করা যায়।হারাম বাতাস থেকে বাঁচা যায় ভোর ৫;৭ টা এসময় টা বেশির ভাগ মানুষ ঘুমাই।

শীতের সকাল মানে তো কোনো কথায় নেই।ঘুম থেকে ওঠে চাদর মুড়ি দিয়ে।

সোজা বাড়ির বাহিরে তারপর ঘুরাঘুরি, কোয়াশা মাখা ঘাস, ঘাসের ওপর শিশির ভেজা পাতা।

আহ কি শান্তি সাথে পাখির কিচির মিচির গান।

খোলা খাওয়া দুল খাওয়ার মত সব কাহিনি।সকাল সকাল।

শুধু শীতের সকাল না।

এমন দিন গুলোর সকাল ও ভালো।

সকালে উঠতে শরীর মন মেজাজ সব কিছুই ভালো থাকে।

শরীরের সব ক্লান্ত দূর হয়ে যায়। সকালে ওঠে এক প্রকৃতির সাথে বাথরুম প্রকৃতি সেরে ফেললে তো সারাদিনই শান্তির হাওয়া লাগবে গায়।

ফজরের আজান কানে শুনে ঘুৃম থেকে ওঠে ওযু করে জায়নামাজে দাড়িয়ে আল্লাহর ইবাদতে মুশগুল থাকা মানুষ গুলোই জানে জায়নামাজারের সুখ টা কেমন।

আমরা সবাই সকাল সকাল উঠবো সকালে উঠলে দেহ মন শরীর আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো লাগবে।


Salma Akter

274 Blog des postes

commentaires