আশায় বাঁচে মানুষ

প্রত্যেকটি মানুষের জীবনে স্বপ্ন ও আশা থাকে

পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার জীবনে স্বপ্ন বা আশা নেই। প্রত্যেক মানুষই কোনো না কোনো আশা বা স্বপ্ন নিয়ে বা জীবন যাপন করে। মানুষের আশা আছে বলে মানুষ কার্যক্রম চালায়। কথায় আছে আছে চাষা।যার কোনো আশা নেই সে কখনো তার লক্ষ্যে পৌছাতে পারবে না।লক্ষ্যে পৌছাতে হলে অবশ্যই আশা থাকতে হবে।আশার মাধম্যেই আলো আসে।


Badhon Rahman

177 Блог сообщений

Комментарии