অশশিরীর আত্না ২

আজকের পর্বে আমরা আত্নার কাহিনির কথা শুনবো আংশিক

ভয়ে কান্না করে অজ্ঞান হওয়ার পর সে সকালে নিজের রুমে নিজেকে আবিষ্কার করে। এবং দেখতে পাই সবকিছুর স্বাভাবিক ভাবে হচ্ছে কেউ তাকে কোনো প্রশ্ন করনো, কেনো সে ওরে গেলো অজ্ঞান হলো এসব বিষয় শোনা কথায় সে আভাস  পেলো না। এরজন্য তার আরো বেশি সন্দেহ হলো। সে রহস্য বের করার জন্য ওঠে পড়ে লাগলো, এর মাঝেই আসে  খুশির সংবাদ আসে তাইয়্যেবা মা হতে চলেছে। কিন্তু তার বড় ভাবির ৫ বছরের সংসারে এখনো মা হতে পারেনি। তাই বড় ভাবি অনেক খুশি হয়ে তাকে মিষ্টি মুখ করালে। তারপর রাতে তাইয়্যেবা আবারো সেই রুমে যায়। আর একটা কথা আজ জাহিদ ও জাহিদের বড় ভাই জহিরুল বাড়িতে নেই। তাই রুমে ঢুকার পর কোনো

অস্বাভাবিক কিছু হলো না। তাই সে তার নিজের ঘরে চলে আসে। আর ভাবতে লাগে কি রহস্য সেরুমে। তাইয়্যেবা চোখ বন্ধ করতে এক মেয়েলি কন্ঠের ডাক শুনতে পেলো। আর সে গাবড়ে গেলো মেয়েটি তাইয়্যেবাকে ভয় পেতে বারণ করলো আর বললো আমার কথা মন দিয়ে শুনো। আমি জোনাকি আমি তোমার মত এতিম। আমার ও বাবা-মা ভাই বোন কেউ নেই। একদিন রাস্তায় চলার মাঝে আমার জহিরুলের সাথে ধাক্কা লাগে আর আমি পড়ে গিয়ে কপাল। ফেটে যায় আর রক্তক্ষরন হয়। তাই সে আমাকে পাশে থাকা ফার্মেসীতে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করায়।


Salma Akter

274 博客 帖子

注释

📲 Download our app for a better experience!