অশশীরীর আত্না ৩

জোনাকির এ পার্টে জোনাকির মৃত্যুর রহস্য জানতে পারবো

অশরীরীর আত্মা 

জোনাকীর কপাল ব্যান্ডেজ করার পর জোনাকীর মাথা ঘুরে তাই জহিরুল জোনাকীকে বাড়ি পৌছে দেওয়া অফার করে জোনাকী ও রাজী হয়। তারপর জহিরুল জোনাকি কে বাড়ি পৌছে দেই। আর জোনাকি ও মানবতার খাতিরে তাকে চা বানিয়ে দেই। যদি তার মাথা ঘুরতে ছিলো তবুও লোকটা কষ্ট করে বাড়ি এনে দেই। তারপর জহিরুল চা খাওয়ার মাঝে গল্প জুড়ে দেই। তারপর ফোন নাম্বার আদান-প্রদান করে ক্যাফে খেতে যাওঁয়ার কথা বলে। এভাবে তাদের মাঝে দেখা সাক্ষাৎ হয়। তারপর দুইজন দুজনকে ভালোবেসে ফেলে। জহিরুল এক প্রর্যায় জোনাকীকে বিয়ের প্রস্তাব দেই। আর জোনাকীও রাজী হয়,

আর তারা কোড ম্যারেজ করে।

নতুন সংসার। জোনাকী যখন জহিরুলের বসার যেতে চাই জহিরুল রাজী হয় না। কারণ জহিরুলের তো বউ আছেই। একদিন জোনাকী জানায় জোনাকি প্রেগন্যান্ট এ কথা শুনে জহিরুল খুশি না হয়ে নারাজ হয় আর বাচ্চাকে মেরে ফেলতে বলে। এক পর্যায় জহিরুল জোনাকী কে মারধর করে। আর অতিরিক্ত মারের কারণে জোনাকী মারা যায়। আর তাকে জহিরুল তাদের পরিত্যাক্ত বাড়িতে ওয়ালের মাঝে প্রেস অম্লাটার করে। আর এটায় জোনাকীর অতৃত আত্মা যার

কারনে

 জহিরুলের বউয়ের বাচ্চা হয়না।


Salma Akter

274 Blog Postagens

Comentários

📲 Download our app for a better experience!