শাড়িতেই নারী

নারীর প্রতীক -শাড়ী

প্রতিটি শাড়ির পেছনে থাকে একটা গল্প, একটা ঐতিহ্য, একটা সময়ের ছোঁয়া। এক সময়ে শাড়ি শুধুমাত্র দৈনন্দিন পোশাক হিসেবেই ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে এটি হয়ে উঠেছে এক ধরনের ফ্যাশন স্টেটমেন্ট।

 

একজন নাড়ী সে যেকোনো বয়েসের হোক  তার পরিপূর্ণরূপে প্রস্ফুটিত হয় যখন সে শাড়ি পরিধানরত অবস্থায় থাকে । যেকোনো পরিবেশে ,যেকোনো অনুষ্ঠানেই শাড়ির কদর সর্বোচ্চ কদর রয়েছে । নারীর অঙ্গের শোভাবর্ধক কেবলমাত্র শাড়ি । ধরতে গেলে শাড়ি ছাড়া মেয়েদের সৌন্দর্য প্রকাশ পায় না ।

 

 নারীর অনন্য প্রতিচ্ছবি হচ্ছে শাড়ি। এক কথায় বাঙ্গালি নারীর প্রতীক শাড়ি। বাংলাদেশের প্রতিটি নারীর সৌন্দর্য বহন করার সঙ্গে সঙ্গে তাদের আবেগ প্রকাশ করে শাড়ি। প্রিয় মানুষটির জন্য ভালোবাসা প্রকাশের অন্যতম একটি মাধ্যমও শাড়ি। বিভিন্ন নামের ও নানা ডিজাইনের শাড়িতে নারীরা নিজেদের সাজায় মনের মতো করে।


Hoimonti Shukla

137 博客 帖子

注释