সবুজপত্র

একটা গাছ প্রেমী গ্রুপের গল্প নিয়ে হাজির হলাম
সুবজ পত্র গ্রুপ

সবুজ পত্র।

 

সবুজ পত্র একটি গাছ প্রমী মানুষের গ্রুপ। এখানে হাজারের ওপরে মেম্বার সবাই গাছ প্রেমী। গাছ বলতেই তাদের প্রাণ কত রকমে গাছ আছে বলে বুঝানো যাবেনা। আমি কখনো ভাবিনী আমাদের দেশে কৃষক কৃষাণী ছাড়া ও এতো গাছ পাগল প্রেমী মানুষ আছে। আমাকে আমার এক বান্ধবী এ গ্রুপে এড করে প্রথমে আমি বুঝতে পারিনী, পড়ে আসতে আসতে বুঝতে পারলাম এ গ্রুপে যত ভাইয়া আপুরা আছে সবাই গাছকে ভীষন ভালোবাসে। তাদের যত্ন করে কখন কী পরিমাণ মাটি আলো বাতাস রৌদ, পানি, ভিটামিন, জৈবসার লাগবে তারা সবটাই বুঝে, এবং যাদের জ্ঞান কম তাদের জ্ঞানের চর্চা করাই। আমি এ গ্রুমে এসে খুব আনন্দিত। আমি প্রথমে গ্রুপের। কাউকে চিনতাম না।

এখন, এডমিন, মডিটর, তাদের চিনি কথা কথা বলি, সমস্যা হলে পোষ্টের মাধ্যমে জানায়। এই গ্রুপে মুক্ত পোস্ট হয়, রান্না-বান্না-ডে আছে, ভূতবার মানে বুধবার দিন বিজনেস ডে আছে কেনাবেচা করার জন্য। গিফট পোস্ট হয়। আমি দুইবার গিফট পোষ্টের গিফট পাই। বছরের মাঝে দুইবার দুই ইভেন্ট হয় আর সেখানেও অনেক গাছ কেনাবেচা ও গিফট দেওয়া হয়। খেলাধুলা, লটারি করা হয়। সর্বশেষে বলবো এ গ্রুপটি গাছ প্রেমী মানুষের ভালো থাকতে সহায়তা কার গাছের মাধ্যম। আর গাছ মানেই শুধু সবুজ না হলুদ, লাল,নীল, আকাশি, গোলাপি হাজারো রংয়ের গাছ ফুল আছে আমাদের সবুজ পত্র গ্রুপে।


Salma Akter

274 ブログ 投稿

コメント

📲 Download our app for a better experience!