সৃষ্টিকর্তার দেওয়া অমূল্য সম্পদ ও প্রথম ভরসা; বাবা

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা??

বাবা একজন অসামান্য বন্ধু এবং সকল পরিস্থিতিতে প্রেরণার প্রতীক। সন্তানের সক্ষমতা, সাহস ও পরিপূর্ণতা প্রদানের মানুষই হচ্ছেন ‘বাবা’। বাবা দিবস দিনটি মূলত বাবাদের করা পরিশ্রম, ত্যাগ-তিতিক্ষা ও ভালোবাসা গুলোকে বিশেষায়িত করার জন্য অত্যন্ত গৌরবময় দিন। বাবা আমার জীবনের পথিক, আদর্শ গুরু এবং অকাট্য সহায়ক। আমার সকল ইচ্ছাগুলোকে পূর্ণতা দানের একমাত্র মানুষও তিনিই। আমার সকল সফলতার পরিপূর্ণতার কারণ আমার বাবা। তাঁর পরিশ্রম ও উদ্যমের সহায়তায় আমি শূন্য থেকে এতদূর। আমার বলা হাজার কথার মধ্যে কখনো বলা হয়ে উঠেনি, ‘বাবা অনেক বেশি ভালোবাসি তোমায়।’


Badhon Rahman

177 博客 帖子

注释