আল্লাহ যখন কাউকে চান

আল্লাহ যখন কাউকে খুব করে চাই

আল্লাহ যখন কাউকে খুব করে চান।তখন তার চারপাশ থেকে সবাইকেতার থেকে দূরে সরিয়ে দেন!

সবার প্রতি ইতাশ করে দেন মানুষটাকেকারো প্রতি বিন্দু পরিমান আশা-ভরসা অন্তরে অবশিষ্ট রাখেন,,

নাগোটা সৃষ্টির থেকে বান্দার মুখ ফিরিয়ে নেন।তারপর একাকীত্বের এমন এক জগতে নিয়ে যান-যেখানে শুধুই আল্লাহ আছেন।

এরপর তাকে ছেড়ে দেন,একেবারে ছেড়ে দেন অইভাবে যতক্ষন না সে বুঝতে পারে,উপরে তাকায় এবং ফিরে আসেফিরে আসার সেই মুহূর্তটা হয় যেন অশ্রুঝরা!

 

ফিরে আসার সেই মুহূর্তটা হয় যেন অশ্রুঝরামনের আকাশ তখন মেঘাচ্ছন!প্রতিটা অশ্রুবিন্দু যেন বৃষ্টিফোটাপ্রতিটা দীর্ঘশ্বাস যেন হয় ধমকা হাওয়া!বান্দা জমিন থেকে উঠতে থাকেযেতে থাকে মেঘ বেধ করে!অতিক্রম করতে থাকে একেকটি আসমানএভাবে তার রুহ পৌছে যায়, আরশে আযীমে!তখন সিজদায় যে স্বাদ, একাকীত্বে যে প্রশান্তি, নিরবতায় যে তৃপ্তি,,তা ভাষায় প্রকাশ করা সম্ভব নাহ!!

 

https://youtu.be/m2mxGnd3h2U?si=NRbmUU9oIA-nmLIq


Salma Akter

274 블로그 게시물

코멘트