জীবনসঙ্গী

জীবনে সঠিক মানুষ আসা দরকার

জীবনসঙ্গী ডঃ ইউনুস স্যারের মত হওয়া উচিত । উনি এক সাক্ষাৎকারে বলেছিলেন তার বউ তাকে ছাড়া কাউকে চিনে না। সবাইকে ভুলে গেছে কিন্তু তাকে ভুলে নাই।তার সব কিছু ডঃ ইউনুস স্যার করে দেন, খাওয়া থেকে শুরু করে দেখাশোনা সব কিছু কারণ তার বউ অচল প্রায় অব'স্থায় ।

 

তবুও তিনি বলছেন, সে আমার কাছে এখনো বা'চ্চা, এখনো অ'ভি'মা'ন করে আমাকে ছাড়া কিছু খায় না, ঘুমায় না,আমাকে না পেলে কিছু করতে চায় না। আমার কাছে সে এখনো আগের মতই কি'শো'রী। তিনি আরও বলেন আমি তাকে ছাড়া থাকতে পারিনা, তাকে রেখে দূরে যেতে পারিনা, সে আমাকে ছাড়া থাকতে পারে না। সে আমার কাছে অনেক কিছু!

 

একটা মেয়ে যত্নে, ভালো ব্যবহার, ভালোবাসায় আটকায় । তার মতো জীবনসঙ্গী প্রতিটি মেয়ের জীবনে আসুক । এরকম একজন মানুষ পেলে নির্দ্বিধায় সারাজীবন পার করে দেয়া যায় ।


Hoimonti Shukla

137 블로그 게시물

코멘트