ঐতিহ্যবাহী শিল্প

তাঁতশিল্পের দুর্দিন

তাঁতশিল্প বাংলাদেশের ঐতিহ্য বাহী শিল্প। তাঁতের পোশাক পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তাঁতের পোশাকে নিজেকে অনেক সুন্দর সাবলীল এবং স্মাটনেস দেখায়। তারপর পোশাক টি যদি একটু নিজের মতো করে ডিজাইন দিয়ে তৈরি করা যায় তাহলে তো আর কথাই নেই। অনেক দামী দামী পোশাক কেও হার মানিয়ে যায় আমাদের দেশীয় এই তাঁতের পোশাক।

 

শাড়িতেই নারী...নারীর কোমলতা, আত্মবিশ্বাস সবটাই আভিজাত্যের বিশেষ মাত্রা পায় সঠিক শাড়ির নির্বাচনে । টাংগাইল, পাবনা জেলা সহ অন্যান্য জেলার তাঁতশিল্প অনেক পুরনো দিনের কুটির শিল্পের মধ্যে অন্যতম ।

 

 দিন দিন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই শিল্পটি । সরকার কর্তৃক উদ্যোগ গ্রহণ করা হলে এই শিল্পটির ব্যাপক বিস্তার লাভ করতো । দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব ছিল । আসুন বাঁচিয়ে রাখি তাঁতশিল্প, বাঁচিয়ে রাখি সেই সব শিল্পীদের।


Hoimonti Shukla

137 Blog Beiträge

Kommentare

📲 Download our app for a better experience!