নোবেল

উশৃঙ্খল জীবন ধ্বংস ডেকে আনে

মাঈনুল আহসান নোবেল- এই ছেলেটাকে মোটামুটি সবাই চিনেন। 

 

প্রবল সম্ভাবনা নিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে আসলেও অলরেডি সে ধ্বংস হয়ে গেছে। অবাক করা ব্যাপার হচ্ছে পুরো আন্দোলন জুড়ে যে দুইটা গান মানুষকে প্রচন্ড ভাবে অনুপ্রাণিত করেছে (কারার ঐ লৌহ কপাট এবং মুক্তির মন্দির) এই দুইটা গানের নোবেলের কভার করা ভার্সন সবচেয়ে বেশি ব্যবহার করা হইসে!

 

 এত ভালো ভাবে এই গান দুইটা সম্ভবত আর কেউ কভার করতে পারেনি। আমাদের প্রতিবেশী দেশ ভারত কর্তৃক আয়োজিত সারেগামাপার মতো মিউজিক প্লাটফর্মে ফার্স্ট রানার আপ হয়েছিলেন । উশৃঙ্খল লাইফ এবং মাদকাসক্তি তার হারিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ।

 

 শিক্ষনীয়: আপনি যতোই মেধাবী ও প্রতিভাবান হোক না কেন মাদকাসক্ত হলে আপনি কখনই সফলতা অর্জন করতে পারবেন না।


Hoimonti Shukla

137 博客 帖子

注释