রাজা,কার

রাজকার একটি খারাপ মানুষ। মুক্তিযুদ্বের ইতিহাসে খারাপ লোক

সিনেমা এবং নাটকগুলোতে রাজাকার চরিত্রে চরিত্রায়ন করা হয় পাঞ্জাবি পরা লোকদেরকে। আলেমদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে রাজাকার হিসেবে সিনেমা নাটক অথবা উপন্যাসে উপস্থাপন করা হয়। এটি খুবই অন্যায়। একজন প্রকৃত আলেম কখনোই জালিমের পক্ষ অবলম্বন করতে পারে না। পাঞ্জাবি টুপি পরা মানুষ ফেরেশতা নয়। একজন লোভী মানুষও পাঞ্জাবি টুপি পরে মানুষকে ধোকা দিতে পারে। তাই পাঞ্জাবি টুপি দেখলেই রাজাকার হিসেবে উপস্থাপন করা কোন জ্ঞানী মানুষের কাজ হতে পারে না ।


Mehedi Hasan

257 ブログ 投稿

コメント